দেশে ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩২১

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত এক দিনে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬৬ জন, ঢাকা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় ১৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, সিলেটে বিভাগে ২৩ জন, বরিশালে ছয়জন ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে নতুন কেউ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়নি। এছাড়া গত এক দিনে যে দুজনের মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর বিডিনিউজের।

চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে সারা দেশে ১৪ হাজার ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৬০ জনের।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস আজ
পরবর্তী নিবন্ধজাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা