সাগরিকা গরু বাজারে বেড়েছে দালালদের দৌরাত্ম্য। গরু বিক্রিতে দালালদের একটি অংকের টাকা সব সময় বিক্রেতাদের দিতে হয়। কারণ বাজারে ঢুকলেই ক্রেতাদের পিছু নেয় দালাল চক্র। অনেক সময় ক্রেতাদের সাথে দালালদের বাকবিতণ্ডাও করতে দেখা যায়। তবুও দালালদের হাত থেকে কোনো ক্রেতা রক্ষা পান না। যার ফলে বেশি দামে গরু কিনে ঠকছেন ক্রেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু বিক্রেতা জানান, বাজারে আসা ক্রেতাদের পিছু নেয় দালালরা। আমরা কিছু টাকা দিয়ে খুশি করি তাদের। ক্রেতাদের অভিযোগ–দালালদের কারণে বিক্রেতারা গরুর বাড়তি দাম দাবি করেন এবং কিছুতেই দাম কমাতে রাজি হন না। ফলে বাধ্য হয়েই ক্রেতাদের বাড়তি দাম দিয়ে গরু কিনে ঠকতে হচ্ছে। গতকাল সাগরিকা গরু বাজারে গরু কিনতে যাওয়া কয়েকজন ক্রেতা দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের অভিযানের পাশাপাশি নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।