সামাজিক সংগঠন সমাজের গুরুত্বপূর্ণ অংশ

শরীফ হাসান | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সমাজ হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ সংগঠনের মতো, যেখানে বিভিন্ন শ্রেণি, ধর্ম, পেশা, বয়স এবং চিন্তাধারার মানুষ একসঙ্গে বসবাস করে। ভৌগোলিক অবস্থান সমাজের ওপর দারুণ প্রভাব ফেলে, তাই অঞ্চলভেদে সমাজ ব্যবস্থার পার্থক্য দেখা যায়। সমাজের সদস্যদের মননের উন্নয়ন কিংবা অবনতির ওপরেও সমাজের অবস্থা নির্ভর করে। আবার কোনো সমাজের গতিপ্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণ শ্রেণির মানসিকতা কীভাবে বেড়ে উঠছে। সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে; সমাজের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উন্নয়ন, প্রচারপ্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য সংগঠনগুলো কাজ করে থাকে, যার মূল চালিকাশক্তিই থাকে তারুণ্য। বর্তমানে সমাজের মানুষের উন্নয়নে দলবদ্ধভাবে কাজ করতে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠন। বর্তমানে সমাজে অসংখ্য সামাজিক সংগঠন গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্যই হলো সমাজের উন্নয়নে কাজ করা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সংগঠনগুলোকে সরকারি অর্থ বরাদ্দ দিলে তাদের কার্যক্রম আরো গতিশীল হবে।

পূর্ববর্তী নিবন্ধসর্বত্র জবাবদিহি নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে এক সাংস্কৃতিক যোদ্ধা