সাকিবের ক্যারিয়ার আর বিতর্ক যেন সমার্থক। ক্যারিয়ারে খুব কম সময়ই বিতর্ক আর সমালোচনাকে পাশ কাটিয়ে চলতে পেরেছিলেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়েই চলেছেন, খেলেছেন এবং বিশ্ব জয় করেছেন। তবে এ যাবতকালে সাকিবের যত বিতর্ক ছিল সবটুকু ক্রিকেটকে ঘিরে। তবে এবারে ক্রিকেটের বাইরেও বিতর্কে জড়ালেন সাকিব। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আলোচনায় থাকা সাকিব এখন জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আছেন ভারতে। সেখানে টেস্ট ও টি–টোয়েন্টি থেকে নিজের বিদায়ের বার্তা দিয়েছেন। গতকালের সংবাদ সম্মেলনে উঠে আসে শেয়ারবাজার কারসাজি আর হত্যা মামলার কথা। পুঁজিবাজারে কারসাজিতে জড়িত থাকার দায়ে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার বিএসইসির ৯২৩ তম কমিশন সভায় এ জরিমানা করা হয়। শেয়ার কারসাজির অভিযোগ প্রসঙ্গে সাকিব বলেন, আমার জীবনে আমি আসলে নিজে থেকে কখনো ট্রেড (বাণিজ্য) করিনি। কেউ যদি এটা বলে আমি ট্রেডিং নিয়ে কথা বলেছি তাহলে মাণ দিলে খুশি হবো। এসব আসলে এখন যে কেউ যে কারোর মতো করতে পারে। এ জিনিসগুলো যদি সুন্দর করে বলতো, আমার জন্য মানসিকভাবে ভালো হতো। মিথ্যা অভিযোগগুলো আমার মনে হয় না ভালো কিছু করে দেশের জন্য বাইরের মানুষের কাছে। আমি যেহেতু ট্রেডই করিনি নিজ থেকে, স্বাভাবিকভাবে আমার ভুল করার বা ওটার সঙ্গে যে শব্দগুলো যোগ করা হয়েছে, সেটাও আমার জন্য দুঃখজনক।