পার্কি সমুদ্র সৈকতে বিচ ক্লিন আপ ক্যাম্পেইন

| শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

আনোয়ারার পার্কি সমুদ্র সৈকতে গতকাল বৃহস্পতিবার বিচ ক্লিন আপ ক্যাম্পেইন সম্পন্ন হয়। মেইক রুম ফর লাইফ শিরোনামে বাংলাদেশ মেরিন একাডেমি, এক্সিলারেট এনার্জি ও ওশান সাসটেইনাবিলিটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সৈকত পরিচ্ছন্নতা ও জনসচেতনা অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মোহাম্মদ শফিকুল আলম, মু. খালেদ সালাউদ্দিন, এম হাবিবুর রহমান, এম নাজিম উদ্দিন, এস এম মাসুদ রানা, রাজেশ বড়ুয়া, এল এম পিয়াস ইমাম, উর্মী কুন্ড, মোহাম্মদ নেজাম উদ্দিন ও মো. গোলাম হাফিজ। উক্ত বিশ্ব পরিচ্ছন্নতা দিবস প্রোগ্রামে মেরিন একাডেমির প্রায় ১৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। উক্ত দিন সকালে বিশ্ব নৌদিবস উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমিতে নেভিগেটিং দ্যা ফিউচার; সেইফটি ফার্স্ট শীর্ষক ক্যাডেট‘স টক, আলোচনা ও মতবিনিময় সভা এবং শেষে এক র‌্যালি একাডেমির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসাদ চৌধুরী একজন খাঁটি কবি, শিল্পী ও চিন্তক
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন