দুবাইগামী দুই যাত্রীর লাগেজে দিরহাম, পরে এনডোর্স করিয়ে যাবার অনুমতি

চট্টগ্রাম বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই যাওয়ার সময় দুই যাত্রীর কাছ থেকে ১৬ হাজার দিরহাম জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে নিয়মানুযায়ী সোনালী ব্যাংক বিমানবন্দর শাখা থেকে বৈদেশিক মুদ্রাগুলো এনডোর্স করিয়ে তাদের দুবাই যাওয়ার অনুমতি দেয়া হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের আন্তর্জাতিক লাগেজ স্ক্রিনিং পয়েন্টে এনডোর্সমেন্ট না করিয়ে বৈদেশিক মুদ্রা নেওয়ার বিষয়টি ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘দুবাইগামী দুইজন যাত্রীর লাগেজে ১৬ হাজার দিরহাম পাওয়া যায়। তারা এ দিরহামের তথ্য কোথাও ঘোষণা করেননি। এনডোর্সমেন্ট করেননি। তাদের বিরুদ্ধে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার দিরহাম পাচার করার অভিযোগ আনা হয়। পরে সোনালী ব্যাংকের বিমানবন্দর শাখায় দিরহামগুলো এনডোর্সমেন্ট করিয়ে তাদের বিদেশ যেতে দেয়া হয়। মোহাম্মদ সারোয়ার কামাল এবং মোহাম্মদ হাশেম নামের ওই দুই যাত্রীর পাসপোর্টে ৮ হাজার করে দিরহাম এনডোর্স করার পর তারা দুবাই চলে যান।’

উল্লেখ্য, বাংলাদেশের একজন নাগরিক বছরে ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশ ভ্রমণে যেতে পারেন। তবে প্রতিবারে সাত হাজার ডলারের বেশি নিতে পারেন না। ওই দুই যাত্রীর দিরহামের পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে থাকায় তাদের এনডোর্স করার সুযোগ দেয়া হয়েছে বলেও বিমানবন্দর সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিথ্যা ঘোষণায় রপ্তানির চেষ্টা, ৪২ টন সুগন্ধী চাল জব্দ
পরবর্তী নিবন্ধনওগাঁর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা আটক