বঙ্গোপসাগরে পাওয়া গেছে মাঝিমাল্লা বিহীন একটি ফিশিং ট্রলার। ডুবন্ত অবস্থায় পাওয়া ট্রলারটি গতকাল বুধবার মহেশখালীর অপর একটি ফিশিং ট্রলার টেনে কূলে নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, এফ বি মা–বাবার দোয়া–১ নামের বোটটি সমুদ্রে সামপ্রতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে গিয়েছিল।
উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার ফরিদ আলম মাঝি জানান, তিনি গত কয়েকদিন পূর্বে তার নিজস্ব মালিকানাধীন ট্রলার নিয়ে গভীরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ২২ সেপ্টেম্বর রাতের বেলার তারা বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় ইলিশ জাল ফেললে পানির নিচে ডুবন্ত অবস্থায় জাল আটকে যায়। জাল আটকানোর বিষয়ে তল্লাশি করতে গিয়ে তারা একটি বড় ফিশিং ট্রলার দেখতে পায়। এটি তারা নিজেদের ট্রলারের সাথে বেঁধে টেনে গতকাল মহেশখালী উপকূলে নিয়ে আসে। এটি বর্তমানে খন্দকার পাড়া ঘাটে রয়েছে।
তিনি জানান, ট্রলারটি সামপ্রতিক দুর্যোগের সময় সাগরে ডুবে গিয়েছিল। এখনো কোন মালিকের সন্ধান পাওয়া যায়নি। উপযুক্ত প্রমাণ সহকারে তিনি ফিশিং ট্রলারটি মালিককে ফেরত দিবেন বলে জানান।