চট্টগ্রাম–কাপ্তাই সড়কে দুটি সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে রাউজানের কমলার দিঘি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নোয়াপাড়া থেকে মদুনাঘাটমুখী একটি টেক্সি একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর টেক্সির মুখিমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয় গাড়ির ছয়জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। আহতরা হলেন সালমা (৩২), হালিমা (৪০), কিচমত আরা বেগম (৬০), সুরুজ মিয়া, মমতাজ বেগম (৩৫), দৌলত (২২) ও টেক্সিচালক মাহিন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার এসআই নাফিজ ইকবাল বলেন, এই বিষয়ে কোনো সংবাদ নেই।