দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এসময়ে এ রোগে মৃত্যু হয়েছে আরও দুইজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮ জন। খবর বিডিনিউজের।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৬৫ জন, ঢাকা বিভাগে ২০০ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনায় ৬৪ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন ও বরিশালে ৫৫ জন রোগী ভর্তি হয়েছে। এদিন সিলেট বিভাগে কোনো নতুন রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৯১৫ জন রোগী।