একটি গানের হারিয়ে যাওয়া সুর
সে তুমি
একটি গিটারের ছেঁড়া তার
সে আমি।
শ্যাওলা জমা মন
সে ভয়
ঘুণে খাওয়া সমাজ
সে ক্ষয়।
বিষাদের করুণ সুর
অশ্রু সজল
নরপিশাচের ছোবল
শহর অচল।
সুখ পুড়ে ধোঁয়ায় উড়ে
নোনা জল
মায়ের আর্তনাদ
চোখ ছল ছল।
রক্তে ভেজা মাটি
গভীর ক্ষত
অন্যায় মেনে নেয়া
পাপ অবিরত।