শরতের আগমনেও
তাণ্ডব চলছে বর্ষার
এই এক বিচিত্র প্রাকৃতিক
নাকি প্রকৃতির বিদ্রোহ!
বর্ষা গেল শরৎ এলো
বৃষ্টি কিন্তু থামল না
তাই বলে কি! কাশফুল ফুটবেনা
শরৎ তোমার সূর্যের উত্তাপ
ছড়াবে কখন?
সাদা ফুল সাদা মেঘ নীল আকাশ
বর্ষা ঝরে ঝরুক প্রকৃতির নিয়মে
তার বিরুদ্ধে কথা বলে লাভ কী বলো?
ঋতু নিয়ে আর কোন নয় বিতর্ক
এই হল পরিবেশ দূষণের জলবায়ুর পরিবর্তন।