অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ

পাথরঘাটায় খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের বিশপ হাউজ মিলনায়তনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রাম খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের ভিকার জেনারেল ফা. টেরেন্স রড্রিক্স, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, ইসলামিক ফাউন্ডেশেনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান বোরহানউদ্দীন, চট্টগ্রামের বিভিন্ন গির্জার পুরোহিতবৃন্দ, বিভিন্ন কাথলিক সেবা প্রতিষ্ঠানের প্রধানগণ, খ্রিস্টান নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত খ্রিস্টান সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তার মধ্যে প্রাধান্য পায় ইস্টার সানডেতে সরকারি ছুটি, মিশনারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার প্রতিহত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আনয়নে খ্রিস্টান নাগরিকগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এসময় ড. আ ফ ম. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। তিনি উপস্থিত খ্রিস্টান নেতৃবৃন্দের প্রতি নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন ও দরিদ্রদের প্রতি সেবাকাজ চলমান রাখার মাধ্যমে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আহ্বান জানান। মতবিনিময়ের পাশাপাশি ধর্ম বিষয়ক উপদেষ্টা পাথরঘাটাস্থ পবিত্র জপমালা রাণীর ক্যাথিড্রাল গির্জা ও ফাদার বুদ্রো হাসপাতাল পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২