লিও ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৩৫ পূর্বাহ্ণ

লিও ক্লাব অব চিটাগং এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান জামালখানস্থ চিটাগং সিনিয়র’স ক্লাবে গত সোমবার লিও শাহাদাত হোসেন সাইফের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লিও এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।

লিওদের ট্রেনিং সেশন নেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন রাজীব সিংহ, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মোসলেহ উদ্দীন খান, মেম্বারশীপ চেয়ারম্যান লায়ন গোপাল কৃষ্ণ লালা, ক্লাব সভাপতি লায়ন রেবেকা নাসরীন, লায়ন এম সোহেল খান, লায়ন বাবুল কান্তি লালা, লিও অ্যাডভাইজর লায়ন ডা. মেসবাহ উদ্দীন তুহিন। প্রথম পর্বের সভাপতি ছিলেন লিও রাহুল লালা।তিনি নবনিযুক্ত ক্লাব সভাপতি লিও শাহাদাত হোসেন সাইফকে দায়িত্ব হস্তান্তর করেন।

উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ জিয়াউল কবির সোহেল, সাজ্জাদ ইভান, আবদুল্লাহ আলী আল হাসান, লিও মাহফুজুর রহমান, লিও মাহমুদুন নবী, লিও তাসলিমা আক্তার রামিসা, লিও মেহরাজ আল মাহমুদ সাকিব, লিও তাসফিয়া তাসনিম, লিও জাহেদ উদ্দিন রিপন, লিও সরওয়ার আলম, লিও মো. শাখাওয়াত, লিও ওমন দাশ, লিও ইনতিসার রাহমান রাবি, লিও মারিয়া দিলশাদ, লিও রাকিবুল মিজান তুর্কি, লিও সুজন বনিক, লিও মোহাম্মদ মামুন, লিও শ্বাশতী বড়ুয়া, লিও মাজহারুল ইসলাম, লিও উম্মে হাবিবা, লিও পূজা ধর, লিও জয় বড়ুয়া, লিও মশিউর রহমান রাজু, লিও মোহাম্মদ শাহেদুল মারুফ, লিও সাইফুর রহমান, লিও রবিউল আলম রিফাত,লিও প্রিতিরাজ দে, লিও সৈয়দ শাহরিয়ার,লিও মো, বেলাল উদ্দিন, লিও রানা চৌধুরী, লিও জহির উদ্দিন, লিও ফাহিম রেজা, লিও জয় বড়ুয়া, লিও জিলানী আশরাফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির কুরআনিক সাইন্সেস ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন সরকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ