দি চিটাগং ট্রাস্টের আলোচনা সভা

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২৯ পূর্বাহ্ণ

দি চিটাগং ট্রাস্টবাংলাদেশের (সিটিবি) মেধাবৃত্তি পরীক্ষার সিলেবাস ও প্রসপেক্টাস উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় নগরীর হাজারী লেইনস্থ ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। মহান অতিথি ছিলেন সিটিবি’র সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র মজুমদার। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে। বিশেষ অতিথি ছিলেন মেধাবৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, সমন্বয়কারী প্রধান শিক্ষক সুপন মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব শিক্ষক প্রসুন চৌধুরী। ট্রাস্টের অর্থ সচিব রাজীব দের (শম্ভু) সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিকু দত্ত, সৈকত ভট্টাচার্য্য, রতন দে, শ্যামল বিশ্বাস, মীরাজ দাশ জয়, সৈকত দে, বিপ্লব চৌধুরী, দুর্জয় বিশ্বাস, সাগর দাশ, আপন দে, প্রান্ত দেওয়ানজী, দুর্জয় দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন তিন কৃতী লেখক
পরবর্তী নিবন্ধচার দফা দাবিতে রাউজানে শিক্ষকদের মানববন্ধন