সন্দ্বীপে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ সামুন কলোনিতে গতকাল মঙ্গলবার ভোররাতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রাশেদের ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ৭টি দেশীয় অস্ত্র, ৫টি মোবাইল ফোন ও ১৩ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

জানা যায়, রাশেদ ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে এবং ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনসমূহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী সূত্র।

পূর্ববর্তী নিবন্ধহাজেরা-তজু কলেজে ফের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবিএনপিএসের নারী শান্তি নিরাপত্তা বিষয়ে কর্মশালা