সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার লঘুচাপ তৈরি হওয়ার আভাস দেওয়ার পর তিন দিনের মাথায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অধিদপ্তর এই সতর্ক বার্তা দিল।

বার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। খবর বিডিনিজের।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতেও বলা হয়েছে ওই বার্তায়।

পূর্ববর্তী নিবন্ধহাতি ঠেকাতে লোকালয় পাহারা দেবে স্বেচ্ছাসেবক
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে চালের আড়তকে লাখ টাকা জরিমানা