দুই সপ্তাহে হাতির আক্রমণে তিনজনের মৃত্যুর পর লোকালয় পাহারায় স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এক সভায় স্বেচ্ছাসেবক নিয়োগসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাতির চলাচলের জায়গা (করিডোর) নিরাপদ রাখার বিষয়েও করণীয় ঠিক করার সিদ্ধান্ত হয় সভায়। সভায় সিদ্ধান্তের বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে বন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় সিদ্ধান্তগুলো নেয়া হয়। এরমধ্যে আছে নিহতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া। পাশাপাশি বন বিভাগও ক্ষতিপূরণ দিবে। পাশাপাশি লোকালয়ে মানুষকে হাতির আক্রমণ থেকে রক্ষা করতে ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ১৮–২০ জনের স্বেচ্ছাসেবক দল প্রতিদিন দায়িত্ব পালন করবে। স্বেচ্ছাসেবক দেবে বন বিভাগ। আর লজিস্টিক্স দেবে কেইপিজেড কর্তৃপক্ষ। তারা বিভিন্ন এলাকায় হাতির আগমন বিষয়ে এলাকাবাসীকে সর্তক করবে। খবর বিডিনিউজের।
হাতি চলাচলের করিডোর নিরাপদ রাখার বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, হাতি যেহেতু নির্দিষ্ট করিডোরে চলাচল করে তাই তাতে বাধা আসলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।