দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান এম এ সাত্তার চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদে বাদ এশা পরিবারের পক্ষ হতে মরহুমের রূহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম ও বায়েজিদ রাহমে ইলাহি হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল হাছান কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।