চট্টগ্রামে আরো ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১ হাজার ২৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে ৬৩৪ জন। এছাড়া মারা গেছেন ৮ জন। সব মিলিয়ে চলতি বছর মোট মৃত্যু হয়েছে ১৩ জনের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল আক্রান্তদের মধ্যে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২ জন, চট্টগ্রাম সিএমএইচে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিুবেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জনের, ২০২১ সালে আক্রান্ত হয় ২২১ জন এবং মারা যায় ৫ রোগী।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে শারক্বীয়ার ৩১ সদস্যকে ৪টি মামলায় জামিন
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সায়েমের পাশে আজাদী