সরকার পতনের আগের দিন নগরীর নিউ মার্কেট এলাকায় গুলিতে মো. তাফহীমুল ইসলাম নামে এক যুবকের গুরুতর আহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তালিকায় ৬ জন সাংবাদিকও রয়েছেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী আজাদীকে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার রাতে মো. তাফহীমুল ইসলাম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মামলার আসামিদের মধ্যে আরো আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, নোমান আল মাহমুদ, আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, নজিবুল বশর মাইজভাণ্ডারী ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্র–জনতার আন্দোলনের ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মামলার বাদী তাফহীমুল ইসলামের গুরুতর আহত হয়। তার ডান হাতের কবজিতে গুলি লাগে; যা হাতের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।