বিস্ময় পাখি শোয়েবল স্টর্ক

মোখতারুল ইসলাম মিলন | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

শোয়েবল স্টর্ক, বৈজ্ঞানিক নাম একটি বিশেষ ধরনের পাখি যা তার অদ্ভুত চেহারা ও বিশাল ঠোঁটের জন্য পরিচিত। এটি মূলত আফ্রিকার পূর্ব ও মধ্যাঞ্চলে বসবাস করে এবং একটি বিরল ও রহস্যময় পাখি হিসেবে বিবেচিত হয়।

পরিচিতি: শোয়েবল স্টকের্র প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার বিশাল, জুতো আকৃতির ঠোঁট, যা থেকে এর নামের উৎপত্তি। এই ঠোঁটটি প্রায় ২৪ সেন্টিমিটার লম্বা এবং এর প্রান্তে ধারালো হুকের মতো আকৃতি রয়েছে। এই ঠোঁট পাখিটিকে তার শিকার ধরতে সাহায্য করে। শোয়েবল স্টর্কের উচ্চতা ১২০ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এবং এদের পাখার বিস্তার প্রায় ২.৩ মিটার। এদের ধূসরনীল পালক, বড় মাথা, এবং স্থির দৃষ্টিভঙ্গি পাখিটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে।

আবাসস্থল: শোয়েবল স্টর্ক প্রধানত পূর্ব আফ্রিকার সুদূরবর্তী জলাভূমিতে বাস করে। এই পাখি বিশেষভাবে সুদান, উগান্ডা, তানজানিয়া, এবং জাম্বিয়ার মতো দেশের জলাভূমিতে পাওয়া যায়। এই এলাকাগুলোতে মিষ্টি পানির জলাভূমি ও সপুষ্পক উদ্ভিদের ঘনতা শোয়েবল স্টর্কের প্রধান আবাসস্থল।

শোয়েবল স্টর্কের প্রধান খাদ্যাভ্যাস হলো জলজ প্রাণী। এরা মূলত মাছ, বিশেষ করে লাংফিশ, ব্যাঙ, ছোট কচ্ছপ, এবং কখনও কখনও ছোট স্তন্যপায়ী প্রাণী খায়। এদের শিকার ধরার কৌশল অত্যন্ত সুনিপুণ। এরা ঘণ্টার পর ঘণ্টা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং যখন শিকার কাছে আসে, তখন দ্রুত ঠোঁট দিয়ে তাকে ধরে ফেলে।

শোয়েবল স্টর্ক সাধারণত নিঃসঙ্গ পাখি হিসেবে পরিচিত। এরা একাকী বাস করে এবং প্রায়ই দীর্ঘ সময় ধরে কোনো এক স্থানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। এদের চলাফেরা ধীরগতির এবং শান্ত; কিন্তু শিকার ধরার সময় এরা অত্যন্ত ক্ষিপ্র হয়। এছাড়া শোয়েবল স্টর্কের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় তাদের এক ধরনের ধাতব আওয়াজ, যা সাধারণত অন্য শোয়েবলদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।

এদের বাসা সাধারণত জলাভূমির স্থানে তৈরি করা হয়। স্ত্রী পাখি ১৩টি ডিম পাড়ে, এবং উভয় পিতামাতা মিলে ডিম থেকে ছানা ফোটার পর তাদের যত্ন নেয়। ছানারা পুরোপুরি উড়তে সক্ষম হতে প্রায় তিন মাস সময় নেয়।

শোয়েবল স্টর্ক বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ শোয়েবল স্টর্ককে বিপন্ন বলে ঘোষণা করেছে। জলাভূমি ধ্বংস, আবাসস্থল হ্রাস, এবং অবৈধ শিকার এর সংখ্যা হ্রাসের প্রধান কারণ। বিভিন্ন সংস্থা এই পাখির সংরক্ষণে কাজ করছে, বিশেষ করে তাদের আবাসস্থল রক্ষার দিকে মনোযোগ দিচ্ছে।

শোয়েবল স্টর্ক একটি অসাধারণ ও বিরল পাখি, যা তার বিশাল ঠোঁট এবং অনন্য বৈশিষ্ট্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এদের সংরক্ষণ ও আবাসস্থল রক্ষা করার মাধ্যমে আমরা এই অনন্য পাখিকে ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধসে এক কামাল
পরবর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের ইন্তেকাল