নাজিরহাট বড় মাদ্রাসায় দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

১৪৪ ধারা জারি, ১০দিনের ছুটি ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি নাজিরহাট বড় মাদ্রাসায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে প্রশাসন অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রশাসনিক সূত্রে জানা যায়, মাদ্রাসার অভ্যান্তরীণ বিষয়ের জের ধরে শিক্ষকশিক্ষার্থী ও এলাকাবাসীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদ্রাসায় ১৪৪ ধারা জারি করেছে। এছাড়াও মাদ্রাসা আগামী ১০দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (আজ) সকাল ১০টার মধ্যে মাদ্র্রাসার সকল শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, মাদ্রাসার অভ্যান্তরীণ বিষয়ে মাদ্রাসার শূরা কমিটি সিদ্ধান্ত নিবে। যারা হামলার সাথে জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাদ্রাসায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১০দিন বন্ধ থাকবে মাদ্রাসা। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধ১৮ মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব