রাহ্নুমায়ে শরীয়ত ও ত্বরীকত মুরশেদে বরহক, গাউসে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ গতকাল সোমবার চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা পরিদর্শন করেন। জামেয়া গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খানের সভাপতিত্বে ও মুহাম্মদ আনিসুজ্জমানের সঞ্চালনায় জামেয়া ময়দানে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের এক এ্যাসেম্বলী অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রিজভী ও প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান । প্রধান অতিথি সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জামেয়ার পড়–লেখার মান বৃদ্ধি ও শিক্ষা জীবন শেষে মাযহাব মিল্লাত এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করার আহবান জানান। বিশেষ অতিথি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ), আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস– প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন , জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক সাহেব, মোহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, মাহবুব ছাফা,ব পেয়ার মোহাম্মদ, উপাধ্যক্ষ ড. এ. টি. এম লিয়াকত আলী, হাফেয মোহাম্মদ সোলাইমান আনসারী, মুফতি কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাম্মদ আশরাফুজ্জামান আল কাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ কামাল উদ্দিন আযহারী, আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভি, ড. মোহাম্মদ নাছির উদ্দীন, গোলাম মোস্তফা মুহাম্মদ নুরন্নবী, মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দীন, মাওলানা সাইফুদ্দীন খালেদ আল–আযহারী, মোহাম্মদ আবদুস সবুর, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আজিজুল মোস্তফা, এএএম জুবাইর রেজভী প্রমুখ। প্রধান অতিথি জামেয়ার এ্যাসেম্বলি ও ক্লাস পরিদর্শন শেষে জামেয়ার সকল শিক্ষকবৃন্দদের সাথে কনফারেন্স হলে মতবিনিময় করেন। সভায় জামেয়ার সকল কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন ইংরেজি প্রভাষক মুহাম্মদ আহসান হাবীব। হুজুর কিবলা জামেয়া সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। প্রেস বিজ্ঞপ্তি।