যতদূর চোখ গেছে ততদূর হয়তো নয় তোমার বাস
আমি অযাচিত হতে চাইনা তবু
কি করে যেনো নিজেরেই করি নাশ,
এক ফোটা শিশির ছুঁয়ে যায় সবুজ পাতা
আমি শিশির হবো হবো ভাবি কখনো সখনো
তুমিময় পাতার শিরা ছুঁয়ে,
পদ্মপুকুর থেকে ডানা ঝাপটিয়ে
ঐ বক পাখিটি যেমন মুখে করে তুলে নেয় পুটি চিংড়ি
ইস্ তেমন করেই যদি তোমার মনটি আমি ছোঁ মেরে
তুলে নিতে পারতাম হাজার পদ্মের ভীড়ে…
এমন এক মেঠো পথে আমি নগ্ন পায়ে
হাঁটি অজানা গন্তব্য জেনেও
আমার দৃষ্টি থাকে নীল খোলা আকাশে
আমি সম্মুখে চলি তোমার মুখচ্ছবিটি বুকে লয়ে……