কুতুবদিয়ায় প্যারাসুট রকেট হ্যান্ডফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় পিস্তল, প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার ও বিপুল দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে; কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুদ্দৌলাহর বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার রাতে কুতুবদিয়ায় অভিযান চালানো হয়।

এ সময় সাবেক চেয়ারম্যানের বাড়ি তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ২টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, ১টি চাপাতি, ২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় কুড়াল, ৬টি দা, ৩টি সাবল, ৩টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্প উদ্ধার করা হয়। একই সঙ্গে সাবেক চেয়ারম্যান মো. সিরাজুদ্দৌলাহ (৫৬) ও তার প্রধান সহযোগী মো. কায়সারকে (৪৮) আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে রান্না ঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ২ শিক্ষকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ চেষ্টাসহ নানা অভিযোগ