দলের প্রয়োজন হয়নি বলেই বল করেননি সাকিব

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের যেন শেষই হচ্ছেনা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর দেশে ফেরেননি তিনি। খেলতে গিয়েছিলেন কাউন্টিতে। সেখানে বল হাতে ভালোও করেছিলেন। এরপর এসে দলের সঙ্গে মাঠে নেমেছেন চেন্নাইয়ে। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে খুব একটা বল করতে দেখা যায়নি তাকে। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন।ভারতের বিপক্ষে প্রথশ ইনিংসের ৫৮তম ওভারে গিয়ে প্রথমবার বল হাতে নেন সাকিব। এরপর করেছেন কেবল ৮ ওভার। অথচ তিনি দলের সেরা স্পিনার। এ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। ২৮০ রানে ম্যাচ হারার পর সে সব প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন এই ম্যাচে পেসাররা যেরকম বল করেছে, আমার সেখানে সাকিবকে দরকার হয়নি প্রথম ইনিংসে। মিরাজও ভালো বল করছিল। আমার পরিকল্পনা ছিল যে পেসারদের লম্বা সময়ের জন্য বোলিং করানোর। সে দিক থেকে আমরা সফলও হয়েছিলাম। আমরা দ্রুত ছয় উইকেট নিয়ে নিয়েছিলাম। এই টেস্টে ব্যাট ও বল হাতে খুব একটা ভালো করতে পারেননি সাকিব। সামপ্রতিক বিভিন্ন ইস্যু মিলিয়ে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার কথা উঠছিল বেশ কিছুদিন ধরেই। চেন্নাই টেস্টের পর অধিনায়ক শান্তর কাছেও পৌঁছে যায় সেটি।

তবে বাংলাদেশ অধিনায়ক বলেণ সত্যি বলতে অধিনায়ক হিসেবে কেবল দেখি খেলার জন্য সাকিব কতটা পরিশ্রম করছে। ফিরে আসতে ভুগছে কিনা। কতটা ভুগছে। দলের প্রতি তাদের অভিপ্রায়টা কেমন। দলকে কতটা দেওয়ার ইচ্ছে রাখে। আমি মূলত এসব বিষয়ই দেখি। কিছু মানুষ হয়তো ভাবতে পারে সাকিব ভাইয়ের ব্যাপারে প্রশ্ন দেখে এমন বলছি। আমি চেষ্টা করছি সবাইকে একইভাবে দেখার। এটা নাহিদ রানা হোক অথবা মুশফিক ভাই। রান করছে কি করছে না এর চেয়ে বেশি আমি দেখি প্রস্তুতিটা। দলের ব্যাপারে তার ভাবনা কি। আমি খুশি এই টেস্ট দলের সবাই ভালো প্রস্তুতি নিচ্ছে ও দলকে কিছু দেওয়ার ইচ্ছে রাখে। দ্বিতীয় ইনিংসে সাকিব কিছুটা আঘাত পেয়েছিল আঙ্গুলে। যে কারনে তিনি বল করতে পারেনি। তবে দলের প্রয়োজনে সাকিবকে বারবার ডাকার কথাও বলেছেন শান্ত।

পূর্ববর্তী নিবন্ধইনজুরি লুকিয়ে খেলায় সাকিবের সমালোচনায় তামিম
পরবর্তী নিবন্ধএমন হারের পরও ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন শান্ত