পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি বিএসপির

| সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে এই কমিটি প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টিবিএসপি। গতকাল রবিবার বিএসপি দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, সমপ্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো বিজ্ঞ আলেমের উপস্থিতি না দেখে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। কারণ, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে জাতীয় পাঠ্যপুস্তকের অসঙ্গতি ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে বিএসপিসহ ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সোচ্চার ছিলেন। অথচ আজ পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে আলেমসমাজকে বঞ্চিত করে আবারও বিতর্কের জন্ম দেয়া হলো। আলেমবিহীন এই বৈষম্যমূলক কমিটি আমরা জোরালভাবে প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে আলীয়া মাদ্রাসায় পড়ালেখা করা একাধিক বিজ্ঞ আলমকে অন্তর্ভুক্তি করার জোর দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপিসির প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান
পরবর্তী নিবন্ধচালকদের ইউনিফর্ম ও পুরষ্কার বিতরণ করল যমুনা ক্যারিয়ার সার্ভিস