বিপিসির প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

| সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

বাংলাদশেরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফইনারী লিমিটেড (ইআরএল), পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়লে কোম্পানি লিমিটেড (জেওসিএল), এল পি গ্যাস লিমিটেড (এলপিজি)

বিপিসির অধীনস্থ এসব অঙ্গপ্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষিত, আধা শিক্ষিত অস্থায়ী শ্রমিককর্মচারীরা দীর্ঘসময় ধরে নিয়োজিত রয়েছেন। যোগ্যতা থাকা শর্তেও দীর্ঘ এক যুগেও তাদের চাকরি স্থায়ী না করায় তারা শ্রম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং বৈষম্যের শিকার হচ্ছেন। এসব অস্থায়ী শ্রমিককর্মচারীদের চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে ধারবাহিক আন্দোলন চলছে। এর অংশ হিসেবে বিপিসি বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিককর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল রবিবার প্রধান উপদেষ্ঠা বরাবরে ১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরিষদের প্রধান সমন্বয়কসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানসমূহ থেকে দুইজন করে মোট ১৭ জনের একটি সমন্বয়ক দল প্রধান উপদেষ্টা র্কাযালয়, শ্রম উপদেষ্ঠা, জ্বালানি উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও উক্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। এর আগে একই দাবিতে পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং এরপর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অস্থায়ী ঠিকাদার শ্রমিকদের বৈষম্য এবং বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাশ্বত ধ্বনি পরিষদের মহানবীকে (সা.) নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধপাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি বিএসপির