অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। গতকাল রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেনাপ্রধান সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খবর বিডিনিউজের।
৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগে সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান।