২১ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬১১ কোটি টাকা

| সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে ১৬৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৯ হাজার ৬১০ কোটি ৭৬ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত বছরের একই সময়ের পুরো এক মাসের চেয়েও প্রায় ৩০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। খবর বাংলানিউজের।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। এই হারে রেমিট্যান্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় ২৩৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধশ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হলেন অনুঢ়া কুমারা দিশানায়েকে