নানিকে ‘মুরুব্বি মুরব্বি‘ বলে মশকরা করায় ফুটন্ত গরম পানি দিয়ে পপি আকতার (১৩) নামের এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে সায়রা খাতুন নামের (৬০) বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃদ্ধা সায়রা খাতুন সম্পর্কে পপি আকতারের চাচাতো নানি। এ ঘটনায় পপির শরীরের বুক আর পিঠের চামড়া ঝলছে গেছে। বর্তমানে পপি আকতার চমেক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত সায়রা খাতুন পলাতক রয়েছেন।এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশু পপি আকতারের মামা মো. আজিজ জানান, ছোট বেলায় পপির বাবা মহি উদ্দীন ও মা বেবী আকতার মারা যান। এর পর থেকে সে আমাদের বাড়িতে থাকে।
গত বুধবার সন্ধ্যায় বাড়ির ছেলে মেয়েদের সাথে পপি পার্শ্ববর্তী উঠানে খেলছিল। এ সময় পপি তার চাচাতো নানি সায়রা খাতুনকে ‘মুরুব্বী মুরুব্বী উফ উফ’ বলে মশকরা করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পপিকে ফুটন্ত গরম পানি মেরে দিলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। বর্তমানে চমেক হাসপাতালে পপি চিকিৎসাধীন আছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, শিশুর শরীরে গরম পানি ঢেলে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিকালে আমরা ঘটনাটি জানতে পারি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।