চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পৃথক ১৪টি ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ইস্যুর দায়িত্ব পাওয়া সংস্থাটির তিনজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে এবার জাতীয়তা ও চারিত্রিক সনদ এবং মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। আজ সোমবার থেকে তারা সনদগুলো ইস্যু করবেন।
গতকাল এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এর আগে ১৮ সেপ্টেম্বর ওই তিন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ইস্যুর দায়িত্ব দেয়া হয়েছিল।
গতকালকের আদেশ অনুযায়ী, চসিকের ১ ও ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ৭, ৯, ১১, ১৩ ও ২৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। ২ ও ৩ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরিন ফেরদৌসী ৪, ৬, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এবং ৪ ও ৬ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ১৫, ২১, ২৩, ২৫ ও ৩৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন।