কর্ণফুলীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে আর্থিক সহায়তা দিলো প্রশাসন

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কর্ণফুলী উপজেলা প্রশাসন।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মৃত ডুবে ফারজানা ইসলাম মীম (১১) ও রুমাইন ইসলাম (৮) এর বাড়িতে গিয়ে তাঁদের পরিবারকে শান্তনা দিয়ে হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন।

এ সসয় কর্ণফুলী ইউএনও মাসুমা জান্নাত এর অনুপস্থিতে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা উপ সহকারী প্রকৌশলী তসলিমা জাহান চৌধুরী, কর্ণফুলী উপজেলার বিএনপি নেতা ও চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব এম মঈন উদ্দিন, সমাজকর্মী ও ব্যবসায়ি মোহাম্মদ শাহ জাহান, মো. মানিক, পাভেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) পশ্চিম সৈন্যের বাড়ি মালেক সওদাগর বাড়ির একটি পুকুরে পড়ে একই পরিবারের দুই শিশু সন্তান পানিতে পড়ে নিহত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত জানান, ক্ষতিগ্রস্থ পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোনো আবেদন করেননি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে শোকাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব অনুদান দিয়েছি। এছাড়াও তিনি শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় আন্তঃজেলা ডাকাত সিন্ডিকেটের দুই সদস্যসহ গ্রেফতার ৫
পরবর্তী নিবন্ধটেকনাফে এক জালে ধরা পড়ল লক্ষাধিক টাকার ইলিশ