বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত ভাইরাল ডায়লগ ’মরুব্বি মুরব্বি উঁহু উঁহু হু’। এটা নিয়ে হাস্যরসের অনেক কনটেন্টও তৈরি হয়েছে। আবার অনেকে এটাকে নিয়ে করছে ট্রল। ছোটবড় অধিকাংশ মানুষ ‘মুরব্বি মুরব্বি উঁহু উঁহু হু’ বলে নানা সময় আড্ডাতে বসে মজাও করে।
এবার আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে “মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু হু” বলায় রেগে নাতনির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে নানীর বিরুদ্ধে। এতে ফুটন্ত গরম পানিতে পপি আকতার (১৩) নামের মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত পপি আকতার একই বাড়ির বিজলি আকতারের মেয়ে। ছোট বেলায় মা-বাবা মারা যাওয়ায় আহত পপি আকতার নানা ইয়ার মাহমুদের কাছে থাকতেন।
বর্তমানে আহত পপি আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিষয়টি তার আত্মীয় স্বজন ও স্থানীয়রা দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।