কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ৩:০৩ অপরাহ্ণ

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সদরের চৌফলদন্ডী মাঝের পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লে. কর্নেল তানভীর আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইস্ট বেঙ্গল পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টিম চৌফলদন্ডী মাঝের পাড়ার সন্ত্রাসী জিয়ার বাড়িতে অস্ত্র উদ্ধারের জন্য যায়।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় । পরে ওই এলাকা তল্লাশি করে ৩ টি এলজি, ১ টি এক নলা বন্দুক, ৭টি কার্তুজ, ১ টি দা, ১ হাতুড়ী, ৩ টি চাকু, ২ টি চাপাতি, ফাঁকা দলিল দস্তাবেজ এবং গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, নতুন শনাক্ত ৭২
পরবর্তী নিবন্ধ“মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু হু” বলায় নাতনির শরীরে গরম পানি ঢেলে দিলেন নানী