বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম‘র একষট্টিতম সমাবর্তন ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলয়াতনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড . মোহীত উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম‘র সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম‘র সভাপতি আব্দুল হালিম দোভাষ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ–সভাপতি এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস।
অধ্যাপক ড . মোহীত উল আলম বলেন, ‘ বোধন শুদ্ধ উচ্চারণ–আবৃত্তি শিক্ষার সহিত শুদ্ধ মানুষ তৈরি করার কারিগর। শিক্ষার্থীরা শিল্প–সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।” ইউসুফ হাসান বলেন, ‘ বোধন আবৃত্তি স্কুল এই জনপদে আবৃত্তি শিল্প প্রতিষ্ঠায় শুরু থেকে কাজ করছে এবং যা এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে‘।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন লাজবন্তী দাশ, টম্পী রানী ভৌমিক, প্রিয়া বড়ুয়া, সুমাইয়া বিনতে খুরশীদ, কমল বড়ুয়া, বর্ষা দাশ গুপ্তা, রূপ্না নন্দী, সুজাতা বড়ুয়া, মানকুমারী বড়ুয়া, অদৃজা সেন, অর্পিতা দাশ বৃষ্টি, লক্ষ্মী দত্ত রায়, আয়েশা ছিদ্দিকা, স্বস্তিকা সেন গুপ্তা, আদিবা ফাইরুজ, মিফতাহুল জান্নাত মিম, পপি বিশ্বাস, মৌমিতা চৌধুরী, শ্রুতি দাশ, স্নেহা সেন, অপর্ণা ভট্টাচার্য্য, সঞ্চিতা দে, সৌগত দাশ, জুঁই চক্রবর্ত্তী, নকশি ধর, মাহিমা দে, নুরুন নাহার, তুশফিকা কিফায়েত কিবরিয়া, নূরতাজ মুনতাহা ইসলাম, শর্মিলা মন্ডল, অংকন দাশ, বেবী দাশ মজুমদার নুপুর, আয়ুশি ভট্টাচার্য্য, নন্দিনী চক্রবর্তী, সুস্মিতা চৌধুরী, শান্তা বৈদ্য সরকার, সৌম্য সরকার, সুদীপ্তা চক্রবর্তী, এলিখিয়া তলাপাত্র, রোদেলা সাহা, প্রনিধি মজুমদার, দিয়ানা মাহজাবীন, আইদিন মারজুক, রিমঝিম সাহা,সুদীপ্তা বড়ুয়া,সুদীপা সাহা,কায়াত আহমাদ,কিসাস আহমাদ,অগ্নিলা দেওয়ানজি,কৌশিকী ভট্টাচার্য্য,অর্ঘ্য চৌধুরী,তাওসিফ আরহাম,বিদ্যার্ণব দাশ,জিষ্ণু মজুমদার,স্বপ্নীল দাশ রিয়ান,জয়িষ্ণু মজুমদার।
আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরীর গ্রন্থনা ও নির্দেশনায় বড়দের বৃন্দ আবৃত্তি ‘ তারা জেগে উঠছে‘ পরিবেশিত হয়। মহড়া পরিচালনায় ছিলেন উম্মে কুলসুম তারিন ও দীপা দাশ। বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম‘র শিশু বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সুকুমার রায় রচিত ‘আবোল– তাবোল‘। মহড়া পরিচালনায় ছিলেন সন্দীপন সেন একা, অরিত্র রোদ্দুর ধর, কিফায়েৎ কবীর উৎস, প্রিয়ন্তী বড়ুয়া, লাবণ্য দেব শ্রেয়া, অভিষেক রুদ্র রাজ, ঋতুপর্ণা চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ঋতুপর্ণা চৌধুরী ও অরিত্র রোদ্দুর ধর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, জাভেদ হোসেন, রীমা দাশ, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত, হেসনে আরা তারিন, হৈমন্তি তালুকদার, রমিজ বাবু, সৌরভ দে, পৃথুলা চৌধুরী, তারমিন পুষ্পা, হোসনে আরা নাজু প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের সহ–সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী।