সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগের অবশিষ্ট খেলাসমূহ আজ ২২ সেপ্টেম্বর ও আগামীকাল ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সুপার ফোর পর্বের খেলায় ২২ সেপ্টেম্বর রিজেন্সী স্পোর্টস ক্লাব–আলোর ঠিকানা (দুপুর ৩টা),২৩ সেপ্টেম্বর কল্লোল সংঘ গ্রিন–সিটি টাইগার্স(দুপুর–২.৩০টা) পরস্পরের মোকাবেলা করবে। ২৩ সেপ্টেম্বর সোমবার সমাপনী খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং সিজেকেএস সভাপতি ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পন্সর শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম।