রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের উদ্যোগে সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে ৭ দিনের ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
গতকাল শনিবার বহদ্দারহাটের একটি কমিউনিটি সেন্টারে এসব ফুড প্যাকেজ বিতরণ করা হয়। ফুড প্যাকেজের মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল, চিনি, ডাল, লবণ ও সুজি। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী তৌফিকুল আজম, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, আ.ন.ম তামজীদ, সুজিত রুদ্র, মো. রকিবুল ইসলাম, তন্ময় বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।