চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৪৫ জন। এরমধ্যে ৪১ জন সরকারি হাসপাতালে ও ৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। গতকাল শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫ জনসহ চলতি বছরে মোট ৪৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন কার্যালয় আরো জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তবে চলতি মাসে ৭ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর মারা গেছেন ১২ জন।