চন্দনাইশের কাঞ্চননগর এলাকা থেকে ৪ কৃষককে অপহরণের পর মুক্তিপণ আদায় করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। কাঞ্চননগর পাহাড়ি এলাকার পেয়ারা বাগান থেকে পেয়ারা আনতে গেলে গত শুক্রবার সকালে ১৫ জনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে সন্ত্রাসীদের চাহিদা মতো মুক্তিপণ দিয়ে সন্ধ্যায় তারা মুক্তি পান।
অপহৃত ৪ কৃষক হলেন উপজেলার কাঞ্চননগর কাজী বাড়ি এলাকার ইসমাইল (৫৬), জোয়ারা ইউনিয়নের নগরপাড়ার আলী মনচুর (৪৬), মোহাম্মদপুর এলাকার এরশাদ (৩৫) ও রোহিঙ্গা নাগরিক ইব্রাহিম (৩৫)। ইদানিং চন্দনাইশের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রতি বেশ কয়েকটি অপহরণের ঘটনায় পাহাড়ের আশেপাশে বসবাসকারী ও বাগান থেকে পেয়ারা ও লেবু আনতে যাওয়া কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে ৪ কৃষককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন।