বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন এবং একটি আদর্শবাদী ইসলামিক দল। এদেশের মানুষের অধিকার, ইনসাফ এবং মানবিক সেবার মধ্যদিয়ে একটি যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী তৈরির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা প্রস্তুত। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন শাখার কর্মী ও সূধী সম্মেলনে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থা এবং নিরাপত্তার ঠিকানায় পরিণত হয়েছে। হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল করিমের সঞ্চলনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।