‘তরিক্বতের অনুশীলনের মধ্যে নিহিত রয়েছে শান্তি প্রতিষ্ঠার মূল্যবোধ’

রাউজানে মুনিরীয়া যুব তবলীগের মিলাদুন্নবী (দ.) মাহফিল | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

তরুণ ও যুবকরাই হচ্ছে দেশের সম্পদ। তারা যদি আল্লাহ ও রাসূল (.) এর প্রদর্শিত পথে ও মতে জীবন গড়ে তাতে বদলে যাবে সমাজ, সমুন্নত থাকবে সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন। এ চিন্তাকে সামনে রেখে যুব সমাজের প্রতি ঐতিহাসিক আহ্বান করেছেন খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)- “হে যুবক নামাজ পড়, রোজা রাখো, নবী করিম (.) এর উপর দরুদ পড় মাতৃভূমি শান্ত করো।এ আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ যুবক ফিরে আসছে আল্লাহ ও রাসূল (.) এর পথে। সুন্নাতে মোস্তফার অনুশীলন ও নবীজির সুমহান আদর্শে জীবন গঠন করছে। দেশের যুবসমাজকে হেদায়তের পথে পরিচালিত করে আদর্শ দেশ ও জাতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। গতকাল (শুক্রবার) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান উত্তর গুজরা আধার মানিক আয়শা বিবির বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, ২০৩ নং আয়শা বিবির বাড়ি শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন। এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী,মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের হাইলধর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধসমন্বিত কাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব