সীতাকুণ্ডে অবস্থিত এস এন কর্পোরেশন গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গত ৭ সেপ্টেম্বরের দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ইয়ার্ডের নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা দাবিতে সম্প্রতি চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে উপমহাপরিদর্শক শিপন চৌধুরীর মাধ্যমে মহাপরিদর্শক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম।
স্মারকলিপি গ্রহণকালে উপমহাপরিদর্শক শিপন চৌধুরী দাবি বাস্তবায়নে তার দপ্তরের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক তপন দত্ত, ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্ট, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মছিউদ্দৌলা, জাতীয় শ্রমিক লীগ ফৌজদারহাট–বাড়বকুণ্ড–সীতাকুণ্ড শিল্প জোনের সভাপতি মাহাবুবুল আলম, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক জহির উদ্দিন মাহমুদ, সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস প্রমুখ। এ সময় ফোরামের পক্ষ থেকে ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।