তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩০তম আবর্তনের সমাবর্তন অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি মিলনায়নে অনুষ্ঠিত হয়। তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে সমাবর্তন আয়োজনে অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী ও সংগঠক সজল চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন, তারুণ্যের উচ্ছ্বাস যুগ্মসাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র। সমাবর্তন পর্বের পর সনদপত্র নবীন শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি পর্ব। এতে আবৃত্তি পরিবেশন করেন রাজন্যা কানুনগো, নিবেদিতা চৌধুরী, ফেরদৌস বেগম ডলি, তন্ময় চক্রবর্তী, মুহাম্মদ শিহাব উদ্দীন, টুম্পা কারন, মুহাম্মদ রিয়াজ উদ্দীন, আদ্রি চৌধুরী ইলা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।