স্বাস্থ্যসেবা কর্মসূচির অধীনে গতকাল শুক্রবার নবীন মেলার উদ্যোগে কার্যালয়ের সামনে স্বাস্থ্যসেবা কর্মসূচি ফ্রি পরিচালিত হয়। মেলার কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচিতে মেলার ১৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. হাসিবুল হোসেন, ডা. আতাহার ফুয়াদ, ডা. আবদুল আহাদ, ডা. সোয়েব রহমান, ডা. শার্সী ও ডা. একি চাকমা। ডাক্তারদের সার্বিক পরিচালনায় দায়িত্বে ছিলেন ডা. পারভেজ ইকবাল শরীফ। এতে মোট ২২০ জন জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।