মির্জাপুরে পণ্ডিত শান্তপদ মহাথেরো স্মরণসভা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

মানব কল্যাণ ও সমাজ পরিবর্তনে আজীবন কাজ করে গেছেন পণ্ডিত ভদন্ত শান্তপদ মহাথেরো। জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে তিনি সকলের মধ্যে ঐক্যের বাতাবরণ সৃষ্টি করেছেন।

গত বুধবার হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে পণ্ডিত শান্তপদ মহাথেরোর ৩৮তম স্মরণানুষ্ঠান, অষ্ট উপকরণসহ সংঘদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অগ্রমহা স্বধর্ম জ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাথেরো। অনুষ্ঠান উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন ড. দেবপ্রিয় মহাথেরো। প্রধান আলোচক ছিলেন ড. বুদ্ধপাল মহাথের। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ বোধিমিত্র মহাথেরো, ভদন্ত শাসনাশ্রী মহাথেরো ও ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ৯ বছর পর আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার