আনোয়ারায় সমপ্রীতি সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতৃবৃন্দ বলেছেন– ছাত্র–জনতার সফল আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তীতে চিহ্নিত একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরা দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, মসজিদ– মাদরাসা দখল, মাজার ভাঙচুর, সম্মানিত শিক্ষক–শিক্ষিকাদের অন্যায়ভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, লুটতরাজসহ নানামাত্রিক গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে অবলীলায়। এ ধরনের গর্হিত কর্মকাণ্ডের লাগাম টানা না গেলে সরকারের প্রতি ক্রমশঃ জনগণের আস্থাহীনতা বৃদ্ধি পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাআত আনোয়ারা উপজেলা লিয়াজোঁ কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৩টায় দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) জুলুস এবং বিভিন্ন দ্বীনি স্থাপনায় ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালা বিবির দিঘী মোড়ে অনুষ্ঠিত সমপ্রীতি সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সৈয়দ মোহাম্মদ মাহমুদুল হক নঈমীর সভাপতিত্বে সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা মুসলীম উদ্দিন ও মাওলানা মফিজ উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাওলানা শাকের আহমদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, অধ্যক্ষ আবদুল খালেক শওকী,উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দীন হাশেমী, অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল হান্নান, স ম হামেদ হোছাইন, এস এম শাহজাহান, আল্লামা আশেকুর রহমান, আল্লামা এনাম রেজা, মাওলানা ওসমান গনি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আহমদ নুর প্রমুখ। সমাবেশ পরবর্তী র্যালি কালা বিবির দিঘী, চৌমুহনী, শশী কমিউনিটি সেন্টার প্রদক্ষিণ করে চাতুরী চৌমুহনী ওয়ান মারিয়া সিটি সেন্টার সম্মুখে আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারীর সভাপতিত্বে জমায়ত অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স ম শওকত আজিজ, মাস্টার আবুল হোসাইন, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া, এম মুজিবুর রহমান, এম নাজিম উদ্দীন, মাওলানা মুফিজুল ইসলাম প্রমুখ।