মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে নগরীর জামালখান মোড়ে ছাত্র সমাবেশ ও র্যালি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নগর কমিটির সভাপতি রিপা মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেভি দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক গৌতম ঈশান কর। বক্তারা বলেন, ২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক ও একই ধারার শিক্ষানীতি চালু করতে হবে। তারা বলেন,অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেয়া ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ করা, আহতদের রাষ্ট্রীয় দায়িত্বে সুচিকিৎসা নিশ্চিত করা এবং গণ–অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।