মেসি যুগের পর কেমন যেন বিবর্ণ স্পেনিশ জায়ন্ট বার্সেলোনা। ক্রমশ হোঁচট খেলে চলেছে দলটি। এবার চ্যাম্পিয়ন্স লিগও শুরু করল হার দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে ২–১ গোলে হেরে গেছে কাতালানরা। ম্যাচের ১০ মিনিটেই বার্সেলোনার সব পরিকল্পনা ওলটপালট হয়ে গিয়েছিল। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়েও লড়াই করে যাচ্ছিল বার্সা। কিন্তু শেষ পার্যন্ত আর পারেনি। বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে স্টেগানের দেওয়া পাসের দখল নিতে পারেননি গার্সিয়া।
সেই পাস দখলে নিয়ে নেন মোনাকার জাপানি ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। পরে জাপানি এই তারকাকে পেছন থেকে ধাক্কা দেন গার্সিয়া। ডি–বঙের সামান্য বাইরে ফাউল হওয়ার কারণে পেনাল্টি থেকে বেঁচে গেলেও সরাসরি লালকার্ড দেখেন গার্সিয়া। গত বৃহম্পতিবার রাতে মোনাকোর মাঠে লা লিগায় টানা পাঁচ ম্যাচ জেতা বার্সা গোল হজম করে ১৬ মিনিটে। গোল করেন ফ্রান্সের অলিম্পিক দলে খেলা মোনাকোর মাগনেস আকলিওচে। পেনাল্টি এরিয়ার ডানপাশ থেকে গোলটি করেন তিনি। তার খেলা সরাসরি দেখছিলেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম।