গাজায় ইসরায়েলি হামলা চলছেই, এক দিনে নিহত ২৮

| শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২৮ জনের প্রাণ গেছে। গাজা সিটিতে পৃথক দুটি হামলায় ১২ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে, শুক্রবার সকালে বার্তাসংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। খবর বাংলানিউজের।

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আলকারারা শহরের পূর্ব অংশে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। মধ্য গাজার মাগাজি ক্যাম্পের প্রবেশপথে আলকুদস ওপেন ইউনিভার্সিটির কাছে ইসরায়েলি বাহিনী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে দুজন নিহত হন।

ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার গাজা সিটির দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছিল, আলশেখ পরিবারের বাড়িতে হামলায় নিহতদের মধ্যে অন্তত দুজন নারী রয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলহামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪১ হাজার ২৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৫৫১ জন।

পূর্ববর্তী নিবন্ধআপাতত জরুরি চিকিৎসাসেবা দেবেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা
পরবর্তী নিবন্ধহিজবুল্লাহ নেতার কড়া বার্তার পরই লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা